অভিনব কায়দায় ছোট্ট মেয়েকে নিয়ে সাইকেল চালাচ্ছেন মা, তুমুল ভাইরাল ভিডিও
জুমবাংলা ডেস্ক : একজন মা তার সন্তানকে ভালো রাখতে খুশিমনে নিজের প্রাণটাও ত্যাগ করতে পারেন। একটি প্রবাদ বাক্যের চলন রয়েছে, ‘কু-পিতা যদাপি হয় কু-মাতা কভু নয়।’কথাটা কিন্তু একেবারেই সত্য। একজন মা তার সন্তানের জন্য সব করতে পারেন। মায়েরা পারেনা এমন কোনো কাজ নেই। সম্প্রতি একটি ভিডিও নেট দুনিয়ায় ভীষণভাবে ভাইরাল হয়েছে।
যা দেখবার পরে মানুষের মন ভরে গিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একজন মা তার সন্তানকে সাইকেলে বসানোর জন্য এক অভিনব বুদ্ধি বার করেছেন। তবে এই কাজটি করতে মহিলাকে খুব বেশি খাটনি করতে হয়নি। তিনি সাইকেলের পেছনদিকে দড়ি দিয়ে একটি বাচ্চাদের প্লাস্টিকের চেয়ার বেঁধে দিয়েছেন। এবং সেখানেই দিব্যি পা ঝুলিয়ে বসে রয়েছে তার সন্তান। ভীষণ আরাম করে বসে আছে শিশুটি এবং তাকে নিয়ে খুব জোরে সাইকেল চালিয়ে চলে যাচ্ছেন সেই তরুণী মা। বোঝা যাচ্ছে, তাদের এই সাইকেল সফরটি মা এবং সন্তান দুজনেই উপভোগ করছে।
এই ভিডিওটি পোস্ট করেছেন সকলের পরিচিত ‘হর্ষ গোয়েঙ্কা’। এবং তার সাথে টুইট করে তিনি লিখেছেন, ‘একজন মা তার সন্তানের জন্য কী-ই না করতে পারেন।’ ভিডিওটি দেখে বোঝা যায় জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন মন থেকে চাইলে অবশ্যই তার সমাধান রয়েছে। শিল্পপতি হর্ষ গোয়েঙ্কার এই ভিডিওটি প্রাই ২ মিলিয়ন মানুষ দেখেছে।
ভিডিওটি পরবর্তীকালে রিটুইট করেছেন বহু মানুষ। ভিডিওর মাধ্যমে ট্যুইটার জুড়ে ছড়িয়ে পড়েছে মায়ের মমতা। সোশ্যাল মিডিয়ায় বহু পেজ থেকেও আপলোড ও শেয়ার করা হয় ভিডিওটি। মায়ের মমতা কে কুর্নিশ জানিয়েছেন বহু জনগণ। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন, “এরকমভাবে আগেও নিয়ে যাওয়া হতো, শুধু তফাৎ হল আগে পিঠে কাপড় বেঁধে নিয়ে যাওয়া হতো।” আরেকজন লিখেছেন, “‘মা’ শব্দটি ছোট হলেও এর বিস্তার পৃথিবীর চেয়েও বড়।” সবমিলিয়ে গোটা নেটদুনিয়ায় ভিডিওটি বেশ আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে।